শনিবার রাতে ফের আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ । গত কয়েকদিন আগেই জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়ি এলাকার বৈজন্তিপুরে, এক ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে এই খবর পায় পুলিশ ৷ তার পরেই পুলিশের পক্ষ থেকে ওই ব্যাক্তির ওপর নজরদারি শুরু হয় । টানা নজরদারি চালিয়ে আগ্নেয়াস্ত্র থাকার বিষয়টি স্পষ্ট হওয়ার পরেই শনিবার রাত্রে ওই ব্যক্তির সন্দেহ ভাজন গতিবিধি লক্ষ্য করে তাকে পরিহারপুর অঞ্চলে ধাওয়া করে পাকড়াও করতেই তার কাছে উদ্ধার হয় একটি অটোমেটিক 7.65 পিস্তল ও একটি তাজা কার্তুজ । ধৃত ওই ব্যক্তি বছর তিরিশের শেখ শহিদুল , শ্রীপুর ফাঁড়ি এলাকার বৈজন্তিপুরের বাসিন্দা বলে জানা গেছে । স্থানীয় সূত্রে খবর ,ওই ব্যক্তি অস্ত্রের অবৈধ কারবারের সাথে যুক্ত ৷ পরিহারপুরে সে আগ্নেয়াস্ত্রটি কাওকে বিক্রি করার জন্যে নিয়ে গিয়েছিল ৷ রবিবার পুলিশ ধৃতকে আসানসোল জেলা আদালতে পেশ করবে বলে জানা যায় । ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে জানা গেছে । তবে কোথা থেকে কিভাবে ওই ব্যক্তি এই আগ্নেয়াস্ত্র পেল ও কি উদ্দেশ্যে তা নিয়ে আসা হয়েছিল? সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
PREV
তৃণমূলের শারদ শুভেচ্ছার হোর্ডিং এ মেয়রের অনুপস্থিতিতে বিতর্ক জামুড়িয়ায়