খনির চাল চাপা পড়ে মৃত্যু হল এক খনি শ্রমিকের। গুরুত্বর আহত আরও দুই শ্রমিক। আহত শ্রমিকদের ইসিএলের কাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি জামুড়িয়ার ইসিএলের সাতগ্রাম এরিয়ার নিমডাঙ্গা কোলিয়ারির ঘটনা। মৃত শ্রমিকের নাম সদাগর ভুইয়া(৩৭)। আহতদের নাম বিশ্বনাথ রায় ও নরেশ রায়।
কোলিয়ারি সুত্রে জানা গিয়েছে নাইট সিপ্টে খনির কাজে নিচে যায় তারা। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর ছিয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কয়লা খনির শ্রমিক সংগঠনের সদস্যরা এই ঘটনায় ইসিএল আধিকারিকদের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সরব হয়। এর পরেই খনির ভিতর থেকে তাদের উদ্ধার করে আসানসোলের কাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোলিয়ারি সুত্রে খবর ঘটনাস্থলে সদাগর ভুইয়ার মৃত্যু হয়। কয়লা খনির শ্রমিক সংগঠনের সদস্যরা মৃত শ্রমিকের ক্ষতিপুরনের দাবি এজেন্ট ও ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।
কোলিয়ারির কেকেএসসির সাধারন সম্পাদক আশরাফ কাজী বলেন, কোলিয়ারি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়েছে। মৃত সদাগর ভুইয়ার স্ত্রীকে সঙ্গে সঙ্গে কাজে নিযুক্ত করেছে। শব দাহ করার জন্য নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতি পুরন ১৫ লাখ টাকা সহ যে সব আইনি ভাবে পাওয়া উচিত সব কিছুই পাবে বলে তিনি জানান।
PREV
এবার ফুড সাপ্লায়ার কন্টেনার থেকে অবৈধ কয়লা উদ্ধার করলো পুলিশ