শিক্ষারত্নে সম্মানিত হলেন পশ্চিম বর্ধমান জেলার দুই  শিক্ষক,  সম্মানিত করলেন জেলাশাসক এস অরুন প্রসাদ

স্পষ্ট বার্তা, আসানসোল ৫ সেপ্টেম্বরঃ-

৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষক শিক্ষিকাদের  সম্মান জানাতে  নানান অনুষ্ঠানের  মাধ্যমে ড:সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনটিকে পালিত করা হচ্ছে।ঠিক এই দিনটিকে মাথায় রেখে পশ্চিম বর্ধমান জেলার দুই  শিক্ষককে শিক্ষারত্নে সম্মানিত করলেন জেলাশাসক।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর (ভার্চুয়াল) এই অনুষ্ঠান শুরু হয়।জেলাশাসক এস অরুন প্রসাদ রানীগঞ্জ হাই স্কুলের শিক্ষক ডঃ দেবাশীষ মন্ডল এবং জামুড়িয়ার জবা তিলকা মাঝি এফ পি স্কুলের শিক্ষক রাধেশ্যাম ঘোষকে  শিক্ষারত্নের শংসাপত্র, স্মারক,আর্থিক পুরস্কার এবং বই তুলে দিলেন।

এবছর রাজ্যের ৬১জন শিক্ষককে শিক্ষারত্ন সম্মানে ভূষিত করা হলো।দফতর সূত্রে খবর, এবার কলকাতায়  সবথেকে বেশি সংখ্যক শিক্ষক শিক্ষারত্ন পেলেন। মোট সাতজন কলকাতার শিক্ষক এই শিক্ষারত্ন সম্মান স্মমানিত হলেন।

বাঁকুড়া,বীরভূম,হুগলি, হাওড়া,কোচবিহার, জলপাইগুড়ি,শিলিগুড়ি, ঝাড়গ্রাম,মালদা,মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান,পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরের ২ জন করে শিক্ষককে এই সম্মান জানানো হয়। আলিপুরদুয়ার,দক্ষিণ দিনাজপুর ও কালিম্পংয়ের একজন করে শিক্ষক এই পুরস্কার পেয়েছেন বলে খবর। দার্জিলিং,পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার ও উত্তরদিনাজপুরের তিনজন করে শিক্ষক শিক্ষারত্ন পাবেন।পুরুলিয়া ও উত্তর ২৪ পরগনায় চারজন করে শিক্ষক শিক্ষারত্ন পুরস্কার পেলেন।নদিয়ার পাঁচজন শিক্ষক এই শিক্ষারত্ন পুরস্কার পেলেন।

শহর কলকাতার একজন স্কুল শিক্ষক,কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা একটি কলেজের অধ্যক্ষ এই শিক্ষারত্ন পেলেন।  তবে শুধু শিক্ষকদের সম্মান প্রদানই নয়,এই দিনে চলতি বছরের কৃতী ছাত্রছাত্রীদেরও বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হল।সব মিলিয়ে ১১৪১ জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হল বলে শিক্ষা দপ্তর  তরফে থেকে জানা গিয়েছে।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *