আগামী ২১শে আগষ্ট আসানসোল কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। এই উপনির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার ৬ নম্বর ওয়ার্ডে বেনালী কোলিয়ারি ভিটি সেন্টারে তৃনমূল কংগ্রেসের এক কর্মী সভার আয়োজন করা হয়েছিল। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রার্থী, আসানসোল কর্পোরেশনের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, এমআইসি সুব্রত অধিকারী, দিবেন্দু ভগত,তৃণমূল কংগ্রেসের জামুড়িয়া ব্লকের এক-এর সভাপতি সাধন রায়, প্রাক্তন বোরো চেয়ারম্যান সেখ সান্দার, ৬নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সঞ্জয় ব্যানার্জী সহ আরও অনেকেই।
প্রার্থী বিধান উপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই বলেন দলের মধ্যে যেন দলাদলি না হয়। যদি কেউ ভাবে ভোটের আগে চুপচাপ থাকি জিতার পর জিন্দাবাদ করতে করতে যাব। আমাদের কাছে রির্পোট থাকবে তখন কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে তাদের। তিনি বলেন আমি মেয়র থাকব হরেরাম চাচা এম.এ.লে(MLA) থাকবে, তখন কে কোন নেতার গ্রুপ করো কোথায় কি করো এখানে এসে রাজনীতি করতে দেব না। কারন নিজের এলাকাতে নিজের লোকদের সাথে সুন্দর ভাবে থাকো। কোনো গ্রুপ করোনা আমি পছন্দ করিনা। তিনি বলেন বিধান উপাধ্যায়ের মুখটা খারাপ লাগতে পারে।আমার মুখটা দেখে ভোট দিতে হবে না। দিদির মুখ দেখে ভোট দাও, জোড়া ফুল দেখে ভোট দাও। যদি আমাকে পছন্দ না লাগে চোখ বন্ধ করে কানে শোনো। তিনি বলেন গত কর্পোরেশন ভোটে সবাই কাউন্সিলারকে ভোট দিয়ে ছিল। কিন্তু এই ৬ নম্বর ওয়ার্ড সুযোগ পাচ্ছে মেয়র কে ভোট দেওয়ায়। তিনি বলেন কাউন্সিলার ভোট থেকে মেয়র করা হয়। কিন্তু এখানে মেয়র ভোটে দাড়িয়েছে, তাই যেন এই সুযোগ টা হাত ছাড়া না হয়। তিনি বলেন, আমি একজন গ্রামীণ এলাকায় বসবাসকারী ব্যক্তি এবং গ্রাম এলাকা থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি, এখানকার জনগণকে সম্মান করতে হবে এবং আমি যেমন হাসিমুখে এখানে এসেছি, ঠিক তেমনিভাবে আমার বক্তব্য তুলে ধরেছি। এখান থেকে হাঁসি মুখে যেন জিততে পারি আমি এটাই চাই।জামুড়িয়া বিধায়ক হরেরাম সিং বলেন, সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিধান উপাধ্যায়কে বিপুল ভোটে জয় লাভ করাতে হবে। তিনি বলেন আমাদের সৌভাগ্যের বিষয় যে আমরা বিধান উপাধ্যায়ের মতো স্বচ্ছ ভাবমুর্তী বন্ধুত্বপূর্ণ মেয়র কে পেয়েছি। তিনি বিজয় হলে শুধু ছয় নম্বর ওয়ার্ড নয়, জামুড়িয়া বিধানসভার ১৩টি ওয়ার্ডেই ঐতিহাসিক উন্নয়ন হবে বলে দাবি করেন তিনি।
PREV
আসানসোল পৌরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করলেন ৪টি দলের মনোনীত প্রার্থীরা