কারখানা শুরু হওয়ার আগে সিঙ্গুরের মেঘ দেখছে এলাকার মানুষ, আতঙ্কিত রয়েছে জমিদাতারা। তবে কি আবার এক সিঙ্গুর দেখতে চলেছে এলাকার মানুষ?

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৪জুলাইঃ-

কারখানা শুরু হওয়ার আগে সিঙ্গুরের মেঘ দেখছে এলাকার মানুষ, আতঙ্কিত রয়েছে জমিদাতারা। তবে কি আবার এক সিঙ্গুর দেখতে চলেছে এলাকার মানুষ  বলে অভিমত প্রকাশ করেছেন জমিদাতারা।

২০১৩ সাল থেকে জামুড়িয়া হিজলগড়া এলাকায় রেশমী প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা কারখানা তৈরি করার জন্য জমি অধিকরণ করতে শুরু করে।সেই সময় জমি জটের কারণে কাজ স্থগিত হয়ে যায়।বর্তমান সরকারের হস্তক্ষেপে সেই জমি সংক্রান্ত সমস্ত ঝামেলা মিটে গিয়ে গত বছর ২২শে সেপ্টেম্বর ঘটা করে ভূমি পূজো করে কারখানা কর্তৃপক্ষসহ তৃণমূলের নেতৃত্বরা ।

তার পরেই স্থানীয়দের নিয়ে কারখানার ঘেরাও দেওয়ার কাজ শুরু হয়।নিয়ে আসা হয় বড় বড় মাটি কাটার মেশিন। বর্তমানে পাঁচিল দেওয়ার কাজ প্রায় সম্পূর্ণ।যে সব  ঠিকাদাররা পাঁচিল দেওয়ার কাজ করেছে তাদের টাকা দিচ্ছে না কর্তৃপক্ষ বলে অভিযোগ।এমনকি রাতের অন্ধকারে মেশিনপত্র নিয়ে চলে যাওয়ার অভিযোগও তুলেছে সেই ঠিকাদাররা। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে   ঠিকাদার গ্রামের মানুষ  যোগাযোগ করলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে বলেও অভিযোগ।   পাশাপাশি সিঙ্গুর করে দেওয়ার হুমকি দেয় বলে জানান এলাকার বেশ কিছু মানুষ।আজ সকাল থেকেই ঠিকাদার এবং জমিদাতারা  দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে।মেশিনপত্র গুলি যাতে নিয়ে না যেতে পারে তার জন্য কারখানা্র সামনে ধর্নায় বসে পড়েন তারা।ঘটনার খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি  সামাল দেয়।বিক্ষোভের জেরে   আটকে পড়ে কারখানা কর্তৃপক্ষের মানুষজন।পুলিশ তাদের সেখান থেকে উদ্ধার করলেও এখনো পর্যন্ত মেশিনগুলো সেখানে আটকে থাকে বলে জানা গেছে।

এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *