দু তিন দিন আগেই দামোদর নদে বালি তোলা কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল সেই সময় মিট মাট হয়ে গেলেও ফের সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ উত্তপ্ত হয়ে উঠল রানীগঞ্জের তিরাট পঞ্চায়েতের দামোদর নদীর বালি ঘাটে। ভেঙ্গে দেওয়া হয় অস্থায়ী অফিস। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।
জানা গেছে, বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং কর্পোরেশন লিমিটেডের কাছ থেকে একটি প্রাইভেট কোম্পানিকে নদীর নাব্যতা বাড়ানোর জন্য বরাত দেওয়া হয়। কিন্তু স্থানীয়দের অভিযোগ তারা নদীর নাব্যতা না বাড়িয়ে শুধুমাত্র বালি তুলছে এবং সেই বালি ওভারলোড গাড়িতে নিয়ে যাচ্ছে। যার জেরে রাস্তা খারাপ হচ্ছে। স্থানীয়রা জানান ১০ টন মাল নিয়ে যাবার ক্ষমতা সম্পন্ন রাস্তা বানিয়েছেন p.w.d এই রাস্তা দিয়ে ৩০ থেকে ৪০ টন ভারি গাড়ি যাতায়াত করছে এছাড়াও পাশেই রয়েছে বার্নিং ঘাট সেখান পর্যন্ত তারা ঢুকে পড়েছে যার ফলে বার্নিং ঘাটটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বেশ কিছুদিনের মধ্যে এ বার্নিং ঘাটটি আর থাকবে না বলেও আশঙ্কা জানিয়েছেন তারা। তাই তারা এ কাজ বন্ধ করার দাবি তুলেছে বলে জানান বিক্ষোভকারীরা।
কাজ করতে হলে প্রথমে নদীর নাব্যতা অর্থাৎ নদীর থেকে মাটি ও পাথর প্রথমে তুলতে হবে পাশাপাশি ১০টনের বেশি গাড়িতে মাল লোড করা যাবে না, সিসি টিভি লাগিয়ে নজরদারি করতে হবে প্রশাসনকে, তবেই কাজ শুরু করতে দেওয়া হবে বলে দাবি বিক্ষোভকারীদের। পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে শান্ত করলেও তারা কাজ বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে।