বুধবার জামুড়িয়া বোরিং ডাঙ্গা শ্মশান মুক্তিধামে মৃতদেহ সৎকারের ঘর উদ্বোধন করা হলো।এই ঘরটির উদ্বোধন করলেন ইন্ডিয়া পাওয়ার লিমিটেডের হোল টাইম ডাইরেক্টর সৌমেন দাস গুপ্ত এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া পাওয়ার লিমিটেডের আধিকারিক পার্থ চট্টরাজ, সঞ্জয় ঘোষ, শ্মশান উন্নয়নের কোমিটির উদ্যোক্তা তথা প্রাক্তন এমআইসি পূর্ণশশি রায় সহ আরো অনেকেই।।
মুক্তিধামের উদ্যোক্তা পূর্ণশশি রায় বলেন এই শ্মশান একসময় জঙ্গলে পরিপূর্ণ ছিল এখানে মানুষ আসতেই পারত না।আসতে আসতে এখানে কালী মন্দির করা হয়েছে।বর্তমানে ইন্ডিয়া পাওয়ার লিমিটেডের সহযোগিতায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়ে মৃতদেহ সৎকারের জন্য একটি সেড বানিয়ে দিয়েছে, যা আজ উদ্বোধন করা হলো। তিনি বলেন এই শ্মশানে এডিডিএর কাছে বিদ্যুৎ চুল্লির জন্য আবেদন করা হয়েছে এবং এডিডিএ পরিদর্শন করেও গেছেন।হয়তো ভবিষ্যতে বিদ্যুৎ চুল্লি হয়ে যাবে। তিনি ইন্ডিয়া পাওয়ার লিমিটেডের কর্তৃপক্ষদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি এই শ্মশান অঞ্চলে যে খাস জমি রয়েছে সেখানে বৃক্ষ লাগানো ও পানীয় জলের ব্যবস্থার করার পাশাপাশি যেসব মানুষ অসহায় গৃহহীন তাদের জন্য রুমের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।
অন্যদিকে ইন্ডিয়া পাওয়ার লিমিটেডের হোল টাইম ডাইরেক্টর সৌমেস দাশগুপ্ত বলেন আমাদের সিএসআর তহবিল থেকে আমরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে করে থাকি। তিনি বলেন পূর্ণবাবুর এই শ্মশান ঘাটে বার্নিং সেডের বিষয়টি আমাদেরকে জানালে আমরা বার্নিং সেড করে দেওয়ার ব্যবস্থা করি।এর পাশাপাশি তিনি জানান শ্মশানের আশেপাশে আমরা এক মাসের মধ্যে বৃক্ষরোপনের ব্যবস্থা করব। এবং পানীয় জলের ব্যবস্থা করব।কিন্তু অসহায় মানুষের জন্য যে ঘরের কথা বলা হয়েছে সেটা সরাসরি আমরা সবটা না দিতে পারলেও যথেষ্ট ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেব। আজ বার্নিং সেডের উদ্বোধন খবর ছড়িয়ে পড়ায় খুশি বরিং ডাঙ্গা, শিরিশ ডাঙ্গা, জামুড়িয়া থানা মোড় ও নন্ডীর বেশ কিছু এলাকার মানুষ।