মহুয়া মিত্রের বিতর্ক মন্তব্যের প্রতিবাদে আজ জামুড়িয়া থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা। পাশাপাশি মহুয়া মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জামুড়িয়া থানায়।
গত ৫জুলাই তৃনমূল কংগ্রেসের কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মিত্র বেশ কয়েকটি নিউজ চ্যানেলে নিজের ব্যাক্তিগত মন্তব্য করেন যে, ঈশ্বর এক এক জনের কাছে এক এক রকমের। ভুটান বা সিকিমে ঈশ্বরকে সকালের পুজোয় হুইস্কি দেওয়া হয়। উত্তরপ্রদেশে তা শুনলে সকলে আঁতকে উঠবেন। আমার কাছে কালী এমন দেবী, যিনি মাংস খান, মদ্যপান করেন। তারাপীঠে সাধুরা ধূমপান করেন। এই বিতর্ক মন্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এই বক্তব্যে হিন্দু ভাবাবেগে আঘাত আনে বলে রাজ্যে বিভিন্ন জায়গায় মহুয়া মিত্রের বিতর্ক মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে। বাদ যাননি জামুড়িয়াতেও। আজ জামুড়িয়া থানার সামনে বিক্ষোভ দেখানোর পরে মহুয়া মিত্রের বিরুদ্ধে জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করে বিজেপি নেতৃত্বরা। এই বিক্ষোভে হাজির ছিলেন জামুড়িয়া বিধানসভার কনভেনার সাধন মাজি, সন্তোষ সিং, ব্রিজমোহন পাসোয়ান,দিলীপ দে,রঞ্জিত গান্ধী সহ আরও অনেকেই।
PREV
সিআইডির হাতে গ্রেফতার অবৈধ বালি ও কয়লা ব্যবসায়ী যুধিষ্ঠির ঘোষ