
জাতীয় সড়কে ডাম্পার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
মিঠুন মণ্ডল পাণ্ডবেশ্বর ১৬জুনঃ-
বুধবার সাড়ে ১০টা নাগাদ পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর হরিপুর কোলিয়ারির ট্রেনিং সেন্টার সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ডাম্পার ও ১২ চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় ট্রাক চালকের অল্পবিস্তর আঘাত লাগলেও হতাহতের কোনো খবর না থাকলেও গাড়ি দুটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় ওই অংশে।
সূত্রে জানা গিয়েছে বুধবার সাড়ে ১০টা নাগাদ ১২ চাকা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কয়লা বোঝাই ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ডাম্পারের ড্রাইভার ও খালাসী ভয়ে পালিয়ে যায় কিন্তু এলপি গাড়ির ড্রাইভার আহত হয়, তার পায়ে ও ঘারে অল্পবিস্তর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিপুরের স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে যানজটমুক্ত হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।