ECL এর ছাঁটাই হওয়া বেসরকারি নিরাপত্তারক্ষীদের পাশে দাঁড়ালো দুই বিধায়ক, কাজে পুনর্বহালের দাবিতে ধর্ণা প্রর্দশন দুই বিধায়কের

স্পষ্ট বার্তা, আসানসোল ৩জুনঃ-

খনি সংস্থা ইসিএলে কয়লা সহ অন্যান্য সম্পত্তি রক্ষার দায়িত্ব থাকা বিভিন্ন এরিয়ার ৮৯১ জন বেসরকারি নিরাপত্তারক্ষীরা গত পয়লা এপ্রিল আচমকাই বিজ্ঞপ্তি জারি করে বসিয়ে দেওয়া হয়েছিল। এবং সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বেসরকারি নিরাপত্তারক্ষীদের বসিয়ে নিজেদের নিরাপত্তার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরেই বেসরকারি নিরাপত্তারক্ষীরা বিক্ষোভে ফেটে পড়ে। কাজ হারিয়ে বিপদে পড়ে নিরাপত্তারক্ষীরা ।কাজে পুনর্বহালের দাবিতে কাজ হারানো কর্মীরা সমবেতভাবে দেখা করেন এলাকার পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে । নরেন্দ্রনাথ বাবু নিরাপত্তারক্ষীদের সাথে থাকার আশ্বাস দিয়েছিলেন। সেই মোতাবেক ইসিএল কর্তৃপক্ষের সাথে বারংবার বৈঠক হলেও কোনো সুরাহা মেলেনি। তাই নিরাপত্তারক্ষীদের ছাঁটাইয়ের প্রতিবাদে সাঁকতোড়িয়া সিএমডি অফিসের সামনেই বিধায়ক ধরনায় বসে পড়েন নরেন্দ্রনাথ চক্রবর্তীর ও জামুড়িয়া বিধায়ক হরেরাম সিং। এর পরেই ইসিএল কর্তৃপক্ষ ওই দুই বিধায়কে ধরনা থেকে উঠে যাওয়ার আবেদন জানান পাশাপাশি ইসিএল কর্তৃপক্ষ কথা দেন তাঁদের কাজের পুনর্বহাল করা হবে।

বৈঠকে শেষে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান বারংবার বলা সত্ত্বেও ইসিএল কর্তৃপক্ষ নিরাপত্তারক্ষীদের বসিয়ে দিয়েছিল ।তাই বাধ্য হয়ে আজ ধর্না বসতে হয়েছে । ইসিএল কর্তৃপক্ষ কথা দিয়েছেন আগামীকাল থেকেই আবার কাজের পুনর্নিয়োগ করা হবে। তিনি বলেন কর্তৃপক্ষ শিল্পাঞ্চলের মানুষকে শুধু ধোঁয়া আর ধুলো দিয়েছেন ।তাই ইসিএল কর্তৃপক্ষ যদি ভবিষ্যতেও এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তিনি।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *