ডঃ ভীম রাও আম্বেদকরের ১৩২ তম জন্মজয়ন্তী পালিত হল জামুড়িয়ায়
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ১৪এপ্রিলঃ- সারা দেশের পাশাপাশি খনি অঞ্চল জামুড়িয়াতেও পালিত হল ১৩২ তম ডঃ ভীম রাও আম্বেদকরের জন্মজয়ন্তী। জামুড়িয়া বিধানসভার পড়াশিয়া কেন্দা ডাঙালে বাবা সাহেবের আবক্ষ মুর্তিতে মাল্যদান করে যৌথভাবে এক বিশাল মিছিলের আয়োজন করে বাউরি সমাজ, ভুঁইয়া সমাজ ও আকুড়িয়া সমাজের মানুষজনেরা। বাবা সাহেবের মুর্তিতে মাল্যদান করেন বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি। […]