জামুড়িয়া বাজারকে যানজট মুক্ত করার উদ্যোগ নিলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, চালু হলো “ওয়ান ওয়ে “পরিষেবা
শিবরাম পাল, জামুড়িয়া ২২ আগষ্টঃ- জামুড়িয়া বাজারের দীর্ঘ দিনের বড় সমস্যা যানজট। এই যানজট নিয়ে এলাকা্র মানুষ প্রশাসনের কাছে বারংবার দারস্ত হয়েছিল। সেই সময় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হলেও লাভের লাভ কিছুই হয়নি। খুব বেশী ২ থেকে ৪ দিন নিয়ম মানা হত, তার পর যেই কে সেই। এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ […]