ভোটের আগে নেতা বা নেতৃরা মানুষের দুয়ারে দুয়ারে আসে আর ভোট পেরোলেই তাদের ভুলে যায়, এই ধারনা পাল্টাতে চাই জেলা পরিষদের জয়ী প্রার্থী পুতুল ব্যানার্জী
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ১৬ জুলাইঃ- ভোট পরবর্তী হিংসার খবর যখন সংবাদের শিরনামে, ঠিক তখনই জামুড়িয়ায় দেখা গেলো এক অন্য ছবি। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীরা এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদ জানাচ্ছেন। জামুড়িয়া ব্লক দুয়ের জেলা পরিষদের জয়ী প্রার্থী পুতুল ব্যানার্জীর নেতৃত্বে জামুড়িয়ার বিভিন্ন এলাকায় জয়ী প্রার্থীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ভোট […]