বিভিন্ন দাবি দাওয়া কে সামনে রেখে খনির পরিবহন বন্ধ করে বিক্ষোভ মহিলাদের
শিবরাম পাল, জামুড়িয়া ৯এপ্রিল :- খনিতে অতিমাত্রায় বিস্ফোরনের জেরে ঘর বাড়িতে বড় বড় ফাটল দেখা দিচ্ছে। পাশাপাশি গভীর খননের জন্য এলাকায় পুকুর কুয়া ও নলকুপে জল শুকিয়ে যাচ্ছে। জার ফলে চরম জল সমস্যা দেখা দিয়েছে এলাকায়। এছাড়াও গ্রামের রাস্তা দিয়ে ভারি যানবাহন চলাচলের কারনে রাস্তা চলার অযোগ্য হয়ে উঠেছে। এর প্রতিবাদে আজ খনির পরিবহন বন্ধ […]