কারখানার দূষণের জেরে থাকা মুশকিল এলাকায়, নেই এলাকায় উন্নয়ন
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ৩০ জুলাই :- জামুড়িয়া ইকড়া শিল্পাতালুকের বিভিন্ন কারখানার দূষণের জেরে এলাকার মানুষের বেঁচে থাকা মুশকিল হয়ে যাচ্ছে বলে অভিযোগ । এই বিষয়ে মঙ্গলবার জামুড়িয়া দামোদরপুর গ্রাম সহ আসে পাশের প্রায় ৬ থেকে ৭গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয় দামোদরপুর ছাতা ডাঙা ফুটবল ময়দানে। এই সাংবাদিক সম্মেলনে হুড়মা ডাঙার আধিবাসী […]