বাস ও ছোটা হাতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ৯জুনঃ- বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ জামুড়িয়া থানা এলাকার ভূত বাংলো ৬০ নং জাতীয় সড়কের উপর একটি কারখানার শ্রমিক নিয়ে যাওয়া আসা বাসের সাথে মালবাহি ছোটো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ২জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন অল্পবিস্তর আহত বলে জানা গিয়েছে। সুত্রে জানা গিয়েছে একটি ছোটো হাতি গাড়ি হরিপুর দিক থেকে পাঞ্জাবি […]