৫ দফা দাবিকে সামনে রেখে রানীগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরে স্মারক লিপি তুলে দিল বামেরা।
স্পষ্ট বার্তা, রানীগঞ্জ ২৪ জুলাই :- রাজ্যে যে ভাবে বিদ্যুৎ বিল বেড়েছে তাতে সাধারণ মানুষ টাকা দিতে হিমসিম খাচ্ছে। এর উপর রাজ্যবাসীকে র্স্মাট মিটারের বোঝা বাড়াতে চাইছে। এর প্রতিবাদে আজ রানীগঞ্জের সিআইটু( CITU)এর পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের কাছে একটি স্মারক লিপি তুলে দেয়। এই কর্মসুচীতে মুলত দাবি ছিল অস্বাভাবিক […]