দুধের গাড়ির ভিতরে বস্তা বস্তা অবৈধ কয়লা উদ্ধার
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ১২ সেপ্টেম্বরঃ- নাকা চেকিংয়ের সময় একটি দুধের গাড়িকে আটক করে গাড়ির তল্লাশির সময় দুধের জায়গায় মিলল বস্তাবস্তা অবৈধ কয়লা। ঘটনাটি জামুড়িয়া থেকে রানীগঞ্জ যাওয়া রাস্তায় বিজপুর সংলগ্ন এলাকার। একদিকে গোটা রাজ্য জুড়ে কয়লা ও গোরু পাচার কান্ডে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ই ডি, সি বি আই পক্ষ থেকে নেতামন্ত্রী ও কোল মাফিয়াদের খোঁজে […]