ডাকাতি করার আগেই ৫জন ডাকতকে ধরল জামুড়িয়া থানার পুলিশ
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৫ফেব্রুয়ারিঃ- ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া একটি দলের ৫ জন সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল জামুড়িয়া থানার পুলিশ। ধৃতদের নাম ভিকি নুনিয়া(৩৬),মহ: আবিদ(২৪), মুহাজিম সেখ(২৩), কৌস্তভ বোস(২৭) এবং সেখ ইব্রাম আলি বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এদের মধ্যে একজন ছেড়ে বাকি সকলেই জামুড়িয়ারই বাসিন্দা বলে জানা গিয়েছে। জানা গিয়েছে গতকাল রাত্রে জামুড়িয়া থানার […]