সাবধান, বাড়ি ফাঁকা রেখে রাতে কেউ যাবেন না, সেই সুযোগে হতে পারে বাড়ি ফাঁকা। চোরের উপদ্রব বেড়েছে শিল্পাঞ্চলে
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ১ জানুয়ারি ২০২৫:- এক রাতে পর পর চারটি ইসিএল আবাসনে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। এই চারটি বাড়ির মধ্যে একটি পুলিশ কর্মীর ও একটি ইসিএলের সুরক্ষা কর্মীর বাড়িও রয়েছে। ঘটনাটি জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ি অন্তগত শিবডাঙা এসএস আই কোলিয়ারির ইসিএল আবাসনে। এই চারটি বাড়িতেই বাড়ির সদস্যারা বাইরে ছিল। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই […]