নিকাশি ব্যবস্থা বেহাল, যত্রতত্রে জমে রয়েছে জঞ্জাল আর এর কারণেই বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে গোটা এলাকা। এর প্রতিবাদে সোমবার পাণ্ডবেশ্বর বিধানসভার শঙ্করপুর কোলিয়ারি বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় আবাসিকরা।
বিক্ষোভকারিরা জানান এলাকায় নিকাশি ব্যবস্থা ও সাফ সাফেই এর কোনো ব্যবস্থা নেয়নি কোলিয়ারি কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে যত্রতত্রে জমা হয়ে রয়েছে জঞ্জাল, এই কারণেই প্রবল বর্ষণে জলমগ্ন হয়েছে খনি আবাসন গুলি । তাতেই চরম সমস্যায় পড়েছেন কয়েকশো স্থানীয় বাসিন্দা। তার জানান এই বিষয়ে কোলিয়ারি কর্তৃপক্ষের কাছে বারবার জানিয়ে কোনো লাভ হয়নি। যার জেরে আজ কোলিয়ারি বন্ধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হয় বলে দাবি করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন বহাল ফাঁড়ির পুলিশ ও ইসিএল এর নিরাপত্তা রক্ষীরা। পাশাপাশি ঘটনাস্থলে আসেন ছোড়া পঞ্চায়েতের প্রধান রামচরিত্র পাশওয়ান। প্রায় আড়াই ঘণ্টা বিক্ষোভ চলার পরে কোলিয়ারির কর্তৃপক্ষের কাছে শীঘ্রই সমস্যার সমাধানের ব্যবস্থা গ্রহণ হবে বলে আশ্বাস পেলে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা।
ছোড়া পঞ্চায়েতের প্রধান রামচরিত্র পাশওয়ান বলেন কোলিয়ারির এজেন্ট ও ম্যানেজারের সাথে কথা হলো এলাকার জমা জঞ্জাল ও নিকাশি নালা গুলির শীঘ্রই সাফাই করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
PREV
পানীয় জল, বেহাল রাস্তা মেরামত ও নিকাশি ব্যবস্থার দাবিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের