রানিগঞ্জের বন্যার মতো পরিস্থিতি, জলবন্দী হয়ে আটকে পড়েছে বহু মানুষ

স্পষ্ট বার্তা, রানীগঞ্জ ২রা আগষ্ট :

টানা ১২ ঘন্টা বৃষ্টির জেরে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের রানিগঞ্জ ৮৮, হুসেন নগর কারবালা অঞ্চল পুরোপুরি ডুবে গেছে। বাড়িতে আটকে পড়েছে বহু মানুষ। অনেকেই এখনো পর্যন্ত উদ্ধার করা হলেও বহু মানুষ এখন জলবন্দী রয়েছে।
জানা গিয়েছে প্রায় ১০০ জন মানুষ বাড়িতে আটকে পড়েছিল। ঘটনা স্থলে দমকল কর্মীরা বেশ কিছু মানুষকে উদ্ধার করে। এখন অনেক মানুষ আটকে রয়েছে।
তাদের দ্রুত উদ্ধার করা না হয়ে বড় দূর্ঘটনা ঘটে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের।

আসানসোল কর্পোরেশনের রানীগঞ্জ বোরো চেয়ারম্যান মজামিল শাহজাদ বলেন ক্রমাগত বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে রানীগঞ্জের হুসেন নগর কারবালা অঞ্চল। এখানে
প্রায় ১০০ জন আটকা পড়েছে। তাদের উদ্ধার করার কাজ চলছে। দমকলকর্মীরা এসেছে, এনডিআরএফ দলকেও ডাকা হয়েছে। এছাড়াও উচ্চ নেতৃত্বের কাছে বিষয় টি জানানো হয়েছে। যাদের উদ্ধার করা হয়েছে তাদের স্থানীয় স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় লোকেরা অভিযোগ করে যে নেতারা ভোটের সময় ভোট নিতে আসার সময় হাত জোড় করে ভোট নিয়ে চলে যায়। জিতারর পরে আর এই দিকে তাকাই না। এই অবস্থা কোনো বড় নেতাকে এলাকায় এসে তাদের উদ্ধার করতে আসে নি। এই এলাকার প্রতি বছর জলের তলায় চলে যায়। এখানে যে কোটি কোটি টাকা ব্যয় করে ড্রেন বানিয়েছে, তা পুরোপুরি ব্যর্থ। ড্রেন হলেও জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ। এই বছর আরও ভয়াবহ রুপ নিয়েছে। তিনি বলেন জল নিকাশি ব্যবস্থা বেহালের কারনেই এই দূর্ভোগ পুহাতে হয় এলাকার মানুষদের। তিনি বলেন এলাকার প্রায় ১০০ জন বাড়িতে আটকে পড়েছে। এক জন শিশু ও এক জন মহিলাকে স্থানীয়রা কোনো ভাবে উদ্ধার করেছে। যারা এখন আটকে রয়েছে তারা বাচার জন্য বাড়ির উচু জায়গায় উঠে পড়েছে। তিনি জানান গতকাল রাত থেকে তাদের এখন খাবার জুটে নি। অনেকেই ডুবে যাওয়ার পথে রয়েছে। তাদের দ্রুত উদ্ধার করা না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *