গতকাল রাত্রে ন্যাচারেল হার্ড পাথার বোঝাই একটি ট্রাক পুকুরে উল্টে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার জেরে ওই পুকুরে সব মাছ মারা গেছে বলে দাবি পুকুর মালিকের। ঘটনাটি জামুড়িয়ার মদন তোড় পঞ্চায়েতের তালতোড় গ্রামের। জানা গিয়েছে গতকাল রাতে চুরুলিয়া থেকে একটি ন্যাচারেল হার্ড পাথার বোঝাই ট্রাক রাস্তা খাপারের জন্য পান্টি খেয়ে পুকুরে পড়ে যায়। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে।
স্থানীয়ারা জানায় এই রাস্তা দিয়ে বড় বড় সরকারি বালি, কয়লা ও পাথর বোঝাই গাড়ি পারাপার করে। যার কারনে রাস্তা পু্রো খারাপ হয়ে গেছে। প্রায় দুর্ঘটনা লেগেয় থাকে। স্থানীয়রা জানায় এই রাস্তার দিয়ে বড় গাড়ি যাতে না যায় তার জন্য প্রশাসনের কাছে আবেদন করেও তা লাভ হয়নি। এই বড় গাড়ির জন্য অন্য রাস্তা বা ওয়াগেনের ব্যবস্থা করার আবেদন জানায় স্থানীয়রা। না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগবে না। গড়িটি পুকুর থেকে তোলার চেষ্টা চলছে।
PREV
কারখানার দূষণের জেরে থাকা মুশকিল এলাকায়, নেই এলাকায় উন্নয়ন