ভবিষ্যৎ তহবিল ও পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে সিএমপিএফও ত্রিপক্ষীয় সমন্বয় কমিটির বৈঠক

স্পষ্ট বার্তা,  জামুড়িয়া, ২৯জুলাইঃ-

সোমবার কয়লা খনি ভবিষ্যৎ তহবিল সংস্থার (সিএমপিএফও) ত্রিপক্ষীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল ইসিএলের কুনুস্তোরিয়া আঞ্চলিক কার্যালয়ের সভা কক্ষে।এই দিনের ভবিষ্যৎ তহবিল ও পেনশন সংক্রান্ত জটিল মামলার দ্রুত নিষ্পত্তি এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সুবিধাভোগীদের বকেয়া সহজে পৌঁছে দেওয়ার মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ত্রিপক্ষীয় বৈঠক আলোচনা করা হয়। বৈঠকে গুরুত্বপূর্ন আলোচনার পর অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয় এবং ব্যবহারিক দিক থেকে অনেক বিচারাধীন বিষয়ে আলোচনাও করা হয়।

এইদিনের সমন্বয় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপিএফ আঞ্চলিক কমিশনার শ্রী সৌমেন চৌধুরী, শ্রী পুলক মুখোপাধ্যায়, তপন ফৌজদার এবং সুরজ কুমার গুপ্ত সহ সিএমপিএফ-এর অন্যান্য প্রতিনিধিরা। এছাড়াও আঞ্চলিক মহা ব্যবস্থাপক শ্রী এস. সি. মিত্রের নেতৃত্বে, আঞ্চলিক পার্সোনেল ম্যানেজার শ্রী রাজেশ ত্রিবেদী, নোডাল অফিসার শ্রী অনিল কুমার, পার্সোনেল অফিসার এবং সমস্ত ইউনিটের ভবিষ্য তহবিল ক্লার্করাও সভায় অংশ নেন। একই সঙ্গে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও সক্রিয়ভাবে বৈঠকে অংশ নেন। উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে আঞ্চলিক মহাব্যবস্থাপক মিঃ মিত্র বলেন, এটি অঞ্চলের জন্য গর্বের বিষয় যে আঞ্চলিক কমিশনার নিজে এখানে বিচারাধীন মামলা নিষ্পত্তি করতে এসেছেন এবং ব্যবস্থাপনাও ইউনিয়ন প্রতিনিধিদের কাছ থেকে ইতিবাচক সহায়তা পেয়ে আসছেন। তিনি আশা প্রকাশ করেন যে এই ত্রিপক্ষীয় সংলাপের মাধ্যমে আমরা শিগগিরই অমীমাংসিত বিষয়গুলো সমাধান করব। আমরা ভবিষ্যতে প্রেরিত দাবিগুলি যথাসময়ে নিষ্পত্তি করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *