কেন্দ্রের তৈরি বাজেট পশ্চিমবাংলাকে যেভাবে বঞ্চিত করেছে তার প্রতিবাদে আজ চাঁদা নজরুল মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জামুড়িয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই মিছিলটি চাঁদা মোডে শেষ করে এবং ১৯ নং জাতীয় সড়কের পাসে একটি পথসভা করা হয়।
জামুড়িয়া ব্লক তৃণমূল কংগ্রেসের অভিযোগ কেন্দ্রীয় সরকার যে বাজেট পেস করল তাকে বাংলাকে বঞ্চিত করা হয়েছে। জোটের দুই শরিক নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে খুশি করতেই বিহার ও ও অন্ধ্রপ্রদেশ মোটা অংকের টাকা দেওয়া হয়েছে কিন্তু বাংলাকে বঞ্চিত করা হয়েছে বাংলার মানুষ এখন এটা সহ্য করবে না।
জামুড়িয়া ব্লক এক এর সভাপতি সুব্রত অধিকারী বলেন, যে কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করা হয়েছে তা পশ্চিমবঙ্গ টিএমসি কংগ্রেস সরকার এর বিরোধিতা করছে। তিনি বলেন আমাদের উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুসারে, সমস্ত টিএমসি কংগ্রেস কর্মীরা গ্রামীণ এবং শহরের সমস্ত এলাকায় গিয়ে প্রতিবাদ জানাবে। এই বাজেটে মাত্র দুটি রাজ্যকে বেশী সুবিধা দেয়েছে কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হবে বলে তিনি জানান।
জেলা তৃণমূলের যুব সভাপতি প্রেমপাল সিং বলেন এবারের বাজেট নিয়ে তীব্র নিন্দা জানায়। তিনি বলেন যেভাবে আদানি আম্বানি ও তাঁর জোটের দুই শরিক নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে খুশি করতেই বিহার ও অন্ধ্রপ্রদেশ মোটা অংকের টাকা দেওয়া হয়েছে কিন্তু বাংলাকে বঞ্চিত করা হয়েছে। বাংলার মানুষ এখন এটা সহ্য করবে না। তিনি বলেছিলেন যে বাংলার প্রতিটি তৃণমূল কর্মী বিজেপির বিরোধিতা করছে এবং তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে বিজেপির বিরোধিতা করছেন। তিনি বলেছিলেন যে বিজেপি কেবলমাত্র কিছু পুঁজিবাদীকে খুশি করার জন্য এই বাজেট করেছেন। তিনি বলেন সোনার দাম কমলেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে আকাশছোঁয়া। সাধারণ মানুষ সোনা কিনে না, তাদের প্রয়োজন নিত্য প্রযোজনীয় জিনিস। সাধারণ মানুষ না খেয়ে মরবে, আর আদানি আম্বানি মত পুঁজিবাদীরা সোনা কিনে দেওয়াল বানাবে। এর আমরা তীব্র প্রতিবাদ জানায়।
এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাবলু পোদ্দার, অনিমেষ বন্দ্যোপাধ্যায়, সুভাষ পাল, তারকেশ্বর সিং, ব্রজনারায়ণ রায়, অভিষেক রুইদাস, পিন্টু কুমার দত্ত সহ আরও অনেকেই।
PREV
খনিতে ব্লাস্টিং বন্ধ ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভে শামিল স্থানীয়রা