রানিগঞ্জে ধসে গেল অস্থায়ী সেতু। দুর্ঘটনাগ্রস্ত মিনি বাস। সেতু তৈরিতে দুর্নীতির অভিযোগে সরব বাম বিজেপি। যদিও শাসক দলের দাবি, নির্বাচনের কারণেই স্থায়ী সেতু বানানো যায়নি।
ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের বল্লভপুর এলাকার। এলাকাবাসীদের কথায় উক্ত সেতুর নিচ দিয়ে রানিগঞ্জের বেশ কিছু এলাকার নিকাশি নালা বা জল যাওয়ার রাস্তা রয়েছে, এবং ওই সেতু দিয়ে নুপুর মঙ্গলপুরের বহু মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরেই বেহাল রয়েছে ওই সেতু ও তার সংলগ্ন রাস্তা। বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণের কারনে সেতুর অবস্থা নড়বড়ে হয়ে যায়। শুক্রবার সকালে উক্ত সেতুর কাছে একটি মিনি বাসের কিছু অংশ মাটির ভিতরে ঢুকে যায়। বাসে বিশেষ একটা যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা। তবে এলাকার বাম নেতা হেমন্ত প্রভাকরের দাবি, দীর্ঘদিন ধরে এই একই অবস্থায় রয়েছে। মাঝে খুব অল্প টাকায় মেরামত করে অনেক টাকা বিল পাস করিয়ে নেওয়া হয়েছে। তার তদন্ত দাবী করেছেন তারা । অন্য দিকে তৃণমূল নেতা সিদ্ধান্ত মন্ডলের দাবি, পুরো বিষয়টি আসানসোল দুর্গাপুর ডেভেলাপমেন্ট অথরিটি ও স্থানীয় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় কে জানানো হয়েছিল। নির্বাচনের কারণে স্থায়ী কিছু করা সম্ভব হয় নি। যদিও বিজেপি নেতার দাবি, দীর্ঘদিন ধরেই এক ই অবস্থা। সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করার পর অস্থায়ী কাজ হয়েছিল। তাও আজকের ঘটনাই সেই কাজের নমুনা জানিয়ে দিচ্ছে। ঘটনার ফলে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধার সৃষ্টি হয়েছে। কিন্তু কি ভাবে ঘটনা ঘটল বা কি কাজ হয়েছিল? এবং কেন এতদিন ধরে প্রশাসনের নজরে আসেনি বিষয়টি, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
PREV
ICSE বোর্ডের পরীক্ষায় সারা ভারতের চতুর্থ স্থান অধিকার করেছে জামুড়িয়ায় স্বর্ণদ্বীপ মন্ডল।