আজ জামুড়িয়া বোরিং ডাঙ্গা নিউ কলোনির মহিলারা স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানের আয়োজন করে ছিল মঙ্গলবার। এই শিবির থেকে আসানসোল জেলা হাসপাতাল প্রায় ৩০ ইউনিট রক্ত সংগ্রহ করে বলে জানা গিয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজশেখর মুখার্জী, বাবলি মুখার্জী, শিখা লাইক, শম্পা মন্ডল, মোহন সাধু, দয়াময় খা, তারক চ্যাটার্জী, পিন্টু লাইক, ঝুমা খাঁ সহ আরও অনেকেই।
মহিলা উদ্যোক্তা ঝুমা খাঁ বলেন রক্ত দান জীবন দান। তিনি বলেন আমরা এই বছর মাত্র ৩০ ইউনিট রক্ত দিয়ে শুরু করলাম।আগামীতে আরও বেশি হবে। পাশাপাশি আগামীতে মানুষের পাশে থেকে বিভিন্ন সেবা মুলক কাজ করার চেষ্টা চালিয়ে যাব।
PREV
বিজয়া সম্মেলনে সম্মান দেওয়া হলো পুরানো তৃণমূল কর্মীদের