
এবার দুয়ারে ডাক্তার পেয়ে খুশি এলাকার মানুষ
স্পষ্ট বার্তা, পান্ডবেশ্বর ২৬ জুনঃ-
নির্বাচনী প্রচার এসে এলাকার বাচ্চাদের চিকিৎসা পরিষেবা দিলেন বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার রানা চ্যাটার্জি। হাতের কাছে অর্থাৎ দুয়ারে ডাক্তার পেয়ে খুশি গ্রামবাসীরা।
আজ পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহার কুলবনি গ্রামে তৃনমূলের নির্বাচনী প্রচার এসেছিলেন বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার রানা চ্যাটার্জি। প্রচারের ফাঁকে মঞ্চেই পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ব্লকের কুলবনি গ্রামে এলাকার বিভিন্ন বাচ্চাদের চিকিৎসা পরিষেবা দেন এবং বাচ্চাদের প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেন। বাড়ির দরজায় বিখ্যাত চিকিৎসকের চিকিৎসা পেয়ে গ্রামবাসীরা লাইন দিয়ে বাচ্চাদের চিকিৎসা করাতে শুরু করেন। রাজনৈতিক দলের প্রচারে এসে এরকম চিকিৎসা পরিসেবা দিলেন যা গ্রামবাসীদের অবাক করেছে।
চিকিৎসক রানা চ্যাটার্জি বলেন, এটা নতুন কিছু নয় এটা প্রত্যেক দিনের আমার কর্তব্য। আমি যেখানেই যাই সাধারণ মানুষের জন্য চিকিৎসারদ্বার সর্বদা উন্মুক্ত থাকে। পাণ্ডবেশ্বর মত জায়গায় সাধারণ মানুষের প্রাণ ভরা ভালবাসা পেয়ে আমি উদ্বুদ্ধ। তিনি প্রতিশ্রুতিও দেন আগামী দিনে এ অঞ্চলের বিভিন্ন জায়গায় স্বাস্থ্যক্যাম্প করবেন।