
জামুড়িয়ায় লিটি চোখা অনুষ্ঠানে তৃনমূল কংগ্রেসের সাধারন সম্পাদক অভিষেক বন্ধ্যোপাধ্যায়
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ১৭মেঃ-
সারা রাজ্য জুড়ে তৃনমূল কংগ্রেসের সাধারন সম্পাদক অভিষেক বন্ধ্যোপাধ্যায় যে নব জোয়ার ও জন সংযোগ যাত্রার কর্মসূচী রয়েছে তা আজ জামুড়িয়া কেন্দা পুলিশ ফাঁড়ি ফুটবল ময়দানে লিটি চোখা অনুষ্ঠান নাম দেওয়া হয়েছিল। যদিও এই অনুষ্ঠানটি গতকাল হওয়ার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দূর্জোগের কারনের লাউদাউয়া অনুষ্ঠান মঞ্চ ভেঙে পড়ায় জানুড়িয়ায় অনুষ্ঠানটিও বাতিল হয়ে যায়। গতকালের অনুষ্ঠানটি আজ সম্পন্ন হয়। এইদিনের লিটি চোখা অনুষ্ঠান মঞ্চে অভিষেক বন্ধোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, জামুড়িয়া বিধায়ক হরেনরাম সিং সহ আরও অনেকাই।
এই দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে অভিষেক বন্ধ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাধরন মানুষই ঠিক করবেন প্রার্থী কে হবে। সেই প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন।
পাশাপাশি জামুড়িয়াতে যে দুটি মুল সমস্যা রয়েছে একটি পানীয় জল ও দমকল। এই দুটিই সমস্যা খুবই তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে বলে তিনি ঘোষনা করেন।