জামুড়িয়া থানার পুলিশ গোপনসূত্রে খবর পাই, ছিনতাইয়ের এর উদ্দেশ্যে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে এক যুবক। সঙ্গে সঙ্গে জামুরিয়া থানার চুরুলিয়া ফাঁড়ির পু্লিশ ওই যুবকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে চুরুলিয়ার শ্রীরাম কুলি পাড়ার, মনসা মন্দির সংলগ্ন এলাকায় রাস্তার ধারে ছিনতাইয়ের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। তল্লাশি চালিয়ে যুবকের কাছ থেকে এক রাউন্ড তাজা কার্তুজ ও একটি দেশি পাইপ গান উদ্ধার করে। পাশাপাশি তার কাছ থেকে একটি পুরনো মোটরবাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত যুবকের নাম বিকাশ রুইদাস(২০)চুরুলিয়ার রুইদাসপাড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ চুরুলিয়ার রুইদাসপাড়ার বাসিন্দা বছর কুড়ির বিকাশ রুইদাস নামের ওই যুবক চুরুলিয়ার শ্রীরাম কুলি পাড়ার, মনসা মন্দির সংলগ্ন এলাকায় রাস্তার ধারে ছিনতাইয়ের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল।
গোপন সূত্রে পুলিশ এই তথ্য পাওয়ার পর পরই জামুড়িয়া থানার পুলিশের বিশেষ দল অতর্কিতে অভিযান চালিয়ে ওই যুবককে ধরে ফেলতেই, তার কোমরে গোজা পাইপ গান উদ্ধার করে পুলিশ। প্রশাসন সূত্রে জানা গেছে ধৃত ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে রাস্তায় যাতায়াত করা যাত্রীদের কাছে ছিনতাইয়ের উদ্দেশ্যে সে সেখানে উপস্থিত হয়েছিল। পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে অন্যায় ভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে চলা ও সেই আগ্নেয়াস্ত্রর সাহায্যে দুষ্কৃতিমূলক কাজকর্ম করার অপরাধে ওই যুবককে গ্রেফতার করে।শনিবার তাকে আসানসোল জেলা আদালতে পাঠায়।