
জামুড়িয়া থানা আর.জি পার্টি কালীপূজা কমিটি ও জামুড়িয়া থানার সহযোগিতায় বিশিষ্ট সম্মান অনুষ্ঠান
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৯ অক্টোবরঃ-
জামুড়িয়া থানা আর.জি পার্টি কালীপূজা কমিটি ও জামুড়িয়া থানার সহযোগিতায় কলকাতার বিশিষ্ট শিল্পী ইমন চক্রবর্তীর সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি জামুড়িয়া এলাকার যেসব দুর্গাপুজা কমিটি,আখড়া কমিটি,মহরম কমিটি গুলি ভালো হয়েছিলো তাদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের সম্বর্ধনা দেওয়া হয়।এই মঞ্চ থেকে “প্রেস ক্লাব অফ জামুড়িয়া” কেউ সম্মান দেওয়া হয়। এছাড়াও এই অনুষ্ঠান মঞ্চ জামুড়িয়ার দুই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ঠ শিক্ষক শ্রী স্বরাজ দত্ত , শ্রী সুশীল ভট্টাচার্য ও ২০২২ এর বিশিষ্ট সাংবাদিক হিসাবে প্রেসক্লাব অফ জামুড়িয়ার সদস্য তারক নাথ মন্ডলকে সম্মানিত করা হয়।
এছাড়াও জামুড়িয়ার শ্রীপুর কোলিয়ারির বড় পাইপলাইনে গত বছর একটি ১৭ বছরের ছেলে পড়ে গিয়েছিল তাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মহঃ রিজুয়ান ও মহঃ চিন্টু খান উদ্ধার করেছিলেন তাদের এবং চলতি বছর দামোদরপুর ক্লাবের কাছে একটি ৫ বছরের বাচ্চা পুকুরে ডুবে গেছিলো তাকে উদ্ধার করেছিলেন গৌরাঙ্গ রুইদাস, সুকুমার রুইদাস, মনটা রুইদাস, সুরোজ নাগ ও গুড্ডু রুইদাস। এদের প্রত্যেকেই সম্মানিত করা হয় এই মঞ্চ থেকে। জামুড়িয়া থানার মধ্যে কর্মরত দশজন সিভিক ভলেন্টিয়ারকেও বেস্ট পারফরমেন্স এর জন্য সম্মানিত করা হয়। এছাড়াও জামুড়িয়া গ্রামের মোহন বাউরিকে থানার সবসময় পাশে থাকার জন্য সম্মানিত করা হয়। এই মঞ্চ থেকে এলাকার ৫০০ র বেশি দুস্থদের হাতে শীত নিবারণের জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার শ্রী সুধীর কুমার নীলকান্তমের উপস্থিতিতে কম্বল তুলে দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে ইমনের গান শোনার জন্য দর্শকের তিল ধরার জায়গা ছিল না। এদিনের অনুষ্ঠানে পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, এম আই সি সুব্রত অধিকারী, থানা আধিকারিক রাহুলদেব মন্ডল, সুদীপ ভট্টাচার্য, সৈকত ধীবর সহ আরো অনেকেই।