দুধের গাড়ির ভিতরে বস্তা বস্তা অবৈধ কয়লা উদ্ধার

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ১২ সেপ্টেম্বরঃ-

নাকা চেকিংয়ের সময় একটি দুধের গাড়িকে আটক করে গাড়ির তল্লাশির সময় দুধের জায়গায় মিলল   বস্তাবস্তা অবৈধ কয়লা। ঘটনাটি জামুড়িয়া থেকে রানীগঞ্জ যাওয়া রাস্তায় বিজপুর সংলগ্ন এলাকার।

একদিকে গোটা রাজ্য জুড়ে কয়লা ও গোরু পাচার কান্ডে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ  ই ডি, সি বি আই  পক্ষ থেকে নেতামন্ত্রী ও কোল মাফিয়াদের  খোঁজে তল্লাশি চালাচ্ছে  । এমন সময়েও জামুড়িয়ায় দুধ বহন গাড়িতে অবৈধ ভাবে কয়লা পাচারের ঘটনা সামনে এলো। পুলিশ এক জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, অনেক দিন থেকে কয়লা পাচারের অভিযোগ আসছিল কিন্তু কোনমতেই তাদেরকে ধরা যাচ্ছিলনা।  অবশেষে গত কাল সন্ধ্যা নাগাদ এই গাড়ি ধরা পড়েছে। এছাড়াও বেশ কিছুদিন আগে জামুড়িয়ার  বেসরকারি কারখানার গেট থেকে অবৈধ  কয়লা বোঝাই করা পিক আপ ভ্যান আটক করেছিলো পুলিশ । এই কয়লা  কারবারিদের বিরুদ্ধে  ব্যবস্থা নিচ্ছে জামুড়িয়া  থানার পুলিশ বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর অনুযায়ী  এই বিষয়ে একাধিক ব্যক্তির ওপর কয়লা কেস করা হয়েছে এবং একাধিক কয়লা  মাফিয়াকে কয়লার কেসে আটক করেছে,  বেশ কিছু কোল মাফিয়ার  খোঁজে তল্লাশি চলচ্ছে ।  জামুড়িয়া এলাকার  বেশ কিছু কয়লা মাফিয়া এলাকা ছেড়ে পালিয়াছে বলেই সূত্রের খবর ।

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *