অনুব্রত চুরি করে ধরা পড়েছে তার পাশে যদি মুখ্যমন্ত্রী থাকতে পারে তবে বর্ধমানের ঘটনায় আমাদের দলের কর্মীরা রাজনৈতিক ভাবে লড়াই করছে তাদের পাশে তো আমি দাঁড়াবোই - মহঃ সেলিম

স্পষ্ট বার্তা, আসানসোল, সেপ্টেম্বরঃ—

 আসানসোলের সিটি বাস স্ট্যান্ড লাগোয়া গির্জা মোড়ের কাছে বাম গণতান্ত্রিক যুব সংগঠন ডিওয়াইএফআই ২৩ তম জেলা সম্মেলনে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছিল শনিবার ৷ এদিনের সমাবেশে বক্তব্য রাখার জন্যে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা ৷ এদিনের সমাবেশে তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করার পাশাপাশি রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । সমাবেশের শেষে বর্ধমানের ঘটনায় তাদের দলের কর্মীদের বিশ্ব বাংলার লোগো ভেঙে দেওয়ার বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন যে, যে বা যারা  বিশ্ব বাংলার লোগো ভেঙেছে তাদের পাশে কেন থাকবেন? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি অনুব্রত চুরি করে ধরা পড়েছে তার পাসে মুখ্যমন্ত্রী থাকতে পারে তবে বর্ধমানের ঘটনায় আমাদের দলের কর্মীরা রাজনৈতিক ভাবে লড়াই করছে তাদের পাশে  আমি তো দাঁড়া্বোই। এছাড়াও তিনি চিটফান্ড মামলায় ধৃত হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি প্রসঙ্গেও বলেন, শুধু রাজু সাহানি নয় তৃণমূলের অনেক চেয়ারম্যান থেকে পঞ্চায়েত সদস্য আছেন, যাদের অবস্থান শ্রীঘরে হবে ৷

অন্যদিকে যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন, সিপিআই(এম) সেখানে শান্তিপূর্ণ আন্দোলন করছিল ৷ দশ বছর ধরে গ্রামবাংলার খেটে খাওয়া মানুষ ও কৃষকদের ওপর রাজ্য সরকারের পুলিশ ও তৃণমূল বিজেপি দলের নেতা ব্যাক্তিরা যেভাবে শোষণ চালাচ্ছেন, তারই বহিঃপ্রকাশ ঘটেছে বর্ধমানে ৷ তাদের দলের কর্মীরা এমন কিছুই করেনি যে তাদের রাস্তায় পিটাতে পিটাতে নিয়ে যাবে পুলিশ ৷

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *