ডাম্পারের চাকার তলায় চাপা পড়ে মৃত্যু হল বছর পঁচিশের এক যুবকের।মৃত যুবকের নাম কলিম আনসারী, জামুড়িয়া বাজার কালী মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা ছিল বলে জানা গেছে।ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া কুয়ো মোড় ও আখলপুর ব্রিজের মাঝামাঝি জায়গায়। জামুড়িয়া যাওয়ার মুল রাস্তা কুয়ো মোড়ের কাছে অবরোধ করে ক্ষতিপূরনের দাবিতে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজনেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে বিকেল সাড়ে তিনটা নাগাদ জামুড়িয়া বাজার থেকে ডাম্পার আখলপুর ব্রিজের দিকে আসার সময় একই দিক থেকে কলিম আনসারী ও তার বন্ধু বাইকে করে আসছিল।সেইসময় রাস্তা খারাপের জন্য মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের চাকার নিচে চলে যায় কলিম আনসারী এবং তার বন্ধু পড়ে যায় রাস্তার ধারে।ঘটনাস্থলেই মৃত্যু হয় কলিমের।এরপরেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে। ওই অংশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। প্রায় দু’ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা।যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই অংশে।পরে পুলিশ এসে ক্ষতিপূরণ ও রাস্তা মেরামতের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেই বিক্ষোভকারীরা।মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে।
PREV
দুটি বাইকে সংঘর্ষে প্রান গেলো আসানসোলের সাংবাদিকের