বাবা দিন মজুর ছেলের অন্নপ্রাশন করার ইচ্ছেও রয়েছে।কিন্তু আর্থিক অবস্থা সচ্ছল নই।এই বিষয়টি জানতে পেরে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকার একটি আইসিডিএস কেন্দ্রে অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুক্রবার।এই অন্নপ্রাশনের ছবি ফেসবুকে পোস্ট করতেই সেখানেও অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নং আইসিডিএস কেন্দ্রের।
জানা গিয়েছে গর্ভবতীর সময় ১৬৯ নং আইসিডিএস কেন্দ্রে নাম নথি ভুক্ত করেছিলেন চিচুড়িয়া গ্রামের সানিয়া গোপ।সানিয়া বাচ্ছা জন্ম দেওয়ার পর তাদের মা ও শিশুর নাম নথি ভুক্ত হয় ১৬৯ নং আইসিডিএস কেন্দ্রে। স্বামী পেশায় দিনমজুর । বাচ্চার মা ও বাবার ইচ্ছে তার অন্নপ্রাশন করার।কিন্তু সামর্থের বাইরে।বিষয়টি জানতে পরে পঞ্চায়েতের পক্ষ থেকে দিন ঠিক করে অন্নপ্রাশন অনুষ্ঠানটির উদ্যোগ নেয়।পঞ্চায়েতের প্রধান বিশ্বনাথ সাঙ্গুই ওই শিশুটির মুখে প্রথম অন্ন তুলে দেন।এই ছবিই ফেসবুকে পোস্ট করে এলাকার মানুষ।
প্রধান বিশ্বনাথ সাঙ্গুই বলেন পশ্চিমবঙ্গ সরকারের আদেশানুসারে যে সব বাচ্চাদের মা বাবারা শিশুদের অন্নপ্রাশন করতে সমর্থ নয় তাদের সাহায্য করা।আমরা সেই মত নিজেদের সাধ্যমত বাচ্চাটির অন্নপ্রাশন করার চেষ্টা করেছি মাত্র।এই দিন বিশেষ কিছু না করলেও বাচ্ছাটির জন্য নতুন জামা কাপড় ও অন্য দিনের চেয়ে একটু খাবারে একটু পরিবর্তন করে দু -তিন রকম ভাঁজাভুজির ব্যবস্থা করা হয়েছিল। তিনি বলেন, আইসিডিএস কেন্দ্রের প্রতিদিন যে বাচ্চারা আসে তাদের পাশাপাশি আইসিডিএস কেন্দ্রে যে সব গর্ভবতী মা ও মহিলাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের সকলের জন্য খাবারের অয়োজন করা হয়েছিল।
PREV
অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষার কারনে দূর্ভোগে পড়েন দূরদূরান্ত থেকে হাসপাতালে আসা সাধারণ মানুষ