বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর।মৃত ছাত্রীর নাম খুশি বাউরী (১০)জামুড়িয়া থানার অন্তর্গত চিচুড়িয়া মোড় সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে ওই ছাত্রী বাড়ির সামনে খেলা করার সময় রাস্তার পাশেই একটি বিদ্যুৎ খুঁটিতে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায় ওই ইলেকট্রিক খুঁটিতে হ্যালোজেন লাইট লাগিয়ে ছিল কেও বা কারা।কিন্তু সেই লাইটের তারটি খুলে খুটিতে লেগে থাকে।ওই ছাত্রী বাড়ির সামনে খেলা করার সময় সেই খুঁটিতে স্পর্শ করে ফেলায় তার মৃত্যু হয় বলে স্থানীয়দের দাবি।এরপরেই স্থানীয় ও পরিবারের সদস্যরা দোষীদের শাস্তির দাবিতে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।