শনিবার রাত দশটা নাগাদ আসানসোলের উত্তর থানার রেলপার এলাকার ওকে রোডে এক ব্যবসায়ীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালো বেশ কয়েকজন দুষ্কৃতী। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় ওই দুধ ব্যবসায়িক দিলীপ যাদব। স্থানীয়রা তাকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহত পরিবারের লোকজন আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করে বলে জানা গেছে। পুরনো শত্রুতা কারণেই এই ঘটনা বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় সুত্র থেকে জানা গেছে প্রতিদিনের মতোই দিলীপ যাদব দুধ নিয়ে বের হয়। রাত দশটা নাগাদ ওকে রোড়ের চিত্রা মসজিদের সামনে অন্ধকার জায়গার মধ্যে বেশ কয়েকজন পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, এমনকি তার কাছে থাকা প্রায় কুড়ি হাজার টাকা নগদ নিয়েছে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। ঘটনার পরে স্থানীয়রা আহত দিলীপ বাবুকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
আহত দিলীপ যাদবের দাদা দীননাথ যাদব বলেন, শনিবার রাত সাড়ে দশটার সময় আমীর বেগ নামে এক ব্যক্তি ফোন করে জানান ভাই কে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে জখম করা হয়েছে। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে আসি। ভাইয়ের কাছে থেকে প্রায় ২০ হাজার টাকা ছিলো তা ছিনিয়ে নেওয়া হয়েছে। সঙ্গে থাকা দুধও ফেলে দেওয়া হয়েছে।তিনি আরো বলেন, এই ঘটনার পেছনে মাদকের নেশা করা কিশোরদের হাত থাকতে পারে। নেশার কারণে তারা এই ঘটনা ঘটিয়ে টাকা ছিনতাই করেছে কিনা তা পুলিশ তদন্ত করে দেখুক। এর পাশাপাশি তিনি বলেন, ৪/৫ দিন আগে দুধ নিয়ে টাকা না দিয়ে ঐ এলাকার কয়েকজন যুবক ভাইকে মারার হুমকিও দিয়েছিলো।
PREV
ভয়াবহ অগ্নিকান্ডের জেরে পুড়ে ছাই ইসিএলের বিদ্যুৎ সরবরাহ করা চারটি ট্রান্সফর্মার