বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ জামুড়িয়া থানা এলাকার ভূত বাংলো ৬০ নং জাতীয় সড়কের উপর একটি কারখানার শ্রমিক নিয়ে যাওয়া আসা বাসের সাথে মালবাহি ছোটো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ২জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন অল্পবিস্তর আহত বলে জানা গিয়েছে।
সুত্রে জানা গিয়েছে একটি ছোটো হাতি গাড়ি হরিপুর দিক থেকে পাঞ্জাবি মোড় দিকে যাচ্ছিল উল্টো দিকে শ্যামসেল কারখানার শ্রমিকদের নিয়ে একটি বাস কাজে নিয়ে যাচ্ছিল।ভূতবাংলোর কাছে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে ছোটা হাতি গাড়ির চালক গৌরিশঙ্কর যাদব ও বাসের সামনে বসে থাকা সুরেশ মাহতো নামে এক কারখানার শ্রমিক গুরুতর আহত হয়।পুলিশ তাদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের দুজনকেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে ৬০ নং জাতীয় সড়কের ওই অংশ বেশ কিছুক্ষনের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে।