সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ জামুড়িয়া দামোদরপুর স্টেট ব্যাংক সংলগ্ন একটি গ্রাহকসেবা কেন্দ্রে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ২৫ হাজারেরও বেশি টাকা লুট করে পালালো একটি দুষ্কৃতীর দল। এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জামুড়িয়া এলাকায়।
সুত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ জামুড়িয়া দামোদরপুর একটি গ্রাহকসেবা কেন্দ্রে দুজন সশস্ত্র দুষ্কৃতীর মুখে কাপড় বাদা অবস্থা ঢুকে পড়ে। তার পিস্তল উচিয়ে তাদের কাছ থেকে নগদ প্রায় ২২ থকে ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীর দল। ঘটনার পরেই জামুড়িয়া থানায় জানালে পুলিশ এসে তদন্ত শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং। বিধায়ক হরে রাম সিং জানান জামুড়িয়ায় প্রথমবার এই ধরনের ঘটনা ঘটলো। পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
PREV
সোনা ও রুপোর পরীক্ষার দোকান থেকে লক্ষাধিক টাকার সোনা ও রুপো চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আসানসোলে