হাইজ্যাক হওয়া রড বোঝাই গাড়িসহ ৫জন কে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ

স্পষ্ট বার্তা, আসানসোল ২৭মেঃ-

বাঁকুড়ার মেজিয়া থেকে একটি ট্রাক লোহার রড নিয়ে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল। এর মধ্যে ট্রাকের চালক খাবারের জন্য একটি ধাবার কাছে ট্রাক থামায়।ট্রাকের পিছনে একটি স্করপিও গাড়ি দাঁড় করায়।গাড়িতে থাকা ৫জনের মধ্যে একজন  তাদের কাছে এসে জিএসটি অফিসার বলে পরিচয় দেয় এবং তিনি ট্রাকটি চেক করবেন বলে জানান।ট্রাক চালককে স্করপিওতে বসাই, পরে খালাসীকেও ফোন করে ডাকা হয়।এরপর ট্রাকের চালক ও হেলপার দুজনকেই অপহরণ করে নিয়ে যায়।শেষে ট্রাক চালক ও হেলপারকে কালী পাহাড়ীর কাছে ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর দেওয়া হয় আসানসোল উত্তর থানায়। এরপর তন্ময় রাইয়ের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়,যা তদন্তে নামে।বিষয়টি তদন্ত করতে গিয়ে অন্ডাল থানার অন্তর্গত তাপস মণ্ডল নামে এক ব্যক্তির গোডাউনে অভিযান চালায় পুলিশ সেখান থেকে চুরি যাওয়া ৪৬ টন লোহার রড উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ডঃ কুলদীপ এসএস সাংবাদিক সম্মেলনে জানান গত ২০মে বাঁকুড়ার মেজিয়া থেকে একটি ট্রাক লোহার রড নিয়ে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল।জুবিলি মোড়ের কাছে একটি ধাবার কাছে ট্রাক থামিয়ে গাড়ি চালক ও খালাসী খাবার খাওয়ার সময় ট্রাকের পিছনে একটি স্করপিও গাড়ি দাঁড় করিয়ে একজন জিএসটি অফিসার পরিচয় দিয়ে ট্রাকের চালক ও খালাসীকে কিডন্যাপ করে রড় বোঝাই গাড়িটিকে হাইজ্যাক করা হয়।বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ট্রাকের চালক ও খালাসীকে কালী পাহাড়ীর কাছে ছেড়ে দেওয়া হয়।তারা আসানসোল উত্তর থানায় খবর দেয়।খবর পাওয়ার পরেই পুলিশ একটি  বিশেষ টিম গঠন করে তদন্তে নামে।বাঁকুড়া থেকে হাইওয়েতে যত গুলি সিসিটিভি ফুটেজ পেয়েছে প্রতিটি সিসিটিভি খোঁজ করে জানতে পারে অন্ডাল থানার অন্তর্গত তাপস মণ্ডল নামে এক ব্যক্তির গোডাউন ট্রাকটি রয়েছে।পুলিশ তাপস মণ্ডলের গোডাউনে অভিযান চালিয়ে ৪৬ টন রড সহ ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করে উত্তর থানার পুলিশ।তার আনুমানিক মুল্য ৩৭ লাখ। পাশাপাশি ৫জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ।ধৃতরা হল অন্ডাল থানার হরিপুরের বাসিন্দা তাপস মন্ডল বাকি চারজন হল রানিগঞ্জ থানার বল্লভপুরের হায়দার আলি ও প্রশান্ত দাস,পান্ডবেশ্বরের হরিপুরের নিরাজ খান ও আসানসোল উত্তর থানার রেলপারের মহঃ শাহনাজ হোসেন।ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশের অনুমান,এই ঘটনার পেছনে আন্তঃরাজ্য চক্র রয়েছে।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *