বাড়িতে না থাকার সুযোগ তালা ভেঙে চুরি গিয়েছিল সোনার গহনা। সেই চুরি যাওয়া সোনার গহনা মঙ্গলবার তার মালিকের কাছে ফিরিয়ে দিল জামুড়িয়া থানার পুলিশ। গহনা ফিরে পেয়ে জামুড়িয়া থানার পুলিশ কে ধন্যবাদ জানায় অসংখ্য ধন্যবাদ।
প্রসঙ্গত চলতি বছরের ফেব্রুয়ারী মাসে জামুড়িয়া কুনুস্তোরিয়া কোলোনির ইসিএল আবাসিক অভিষেক মজুমদার তার পরিবার নিয়ে বাইরে বেড়াতে গিয়ে ছিলেন পুরী। এই বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির জানালা ভেঙে চুরি যায় ১৩ ভরির সোনার গহনা। ঘটনার পরেই ১৭ ফেব্রুয়ারী কেন্দা ফাঁড়িতে চুরির অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে এক জন কে আটক করে৷ তাকে জিজ্ঞেসাবাদ করে জানতে পারে সেই বাড়িতে চুরি করেছে। তার কাছ থেকে ৯ ভরি সোনার গহনা উদ্ধার করে পুলিশ। পুলিশ তাকে গ্রেফতার করে। গোটা বিষয় টি আদালতের তথ্য বিধানে থাকায় পরে আজ অর্থাৎ মঙ্গলবার অভিষেক মজুমদারের বাবা অজিত কুমার মজুমদারের হাতে উদ্ধার হওয়া সোনার গহনা তুলে দিল জামুড়িয়া থানার পুলিশ। গহনা হাতে পেয়ে অজিত বাবু জামুড়িয়া থানার পুলিশ কে ধন্যবাদ জানায়। তিনি বলেন আমাদের ভরসা ছিল জামুড়িয়া থানার পুলিশ এই ঘটনার উন্মোচন করবেন এবং দোষীদের সামনে আনবে। ঘটনার চার মাসের মধ্যেই চোরকে এবং সোনা উদ্ধার করে নিয়ে ছিল। আদালতে নির্দেশ পাওয়া পরেই আজ সোনার গহনা আমি হাতে পেলাম। তিনি বলেন ধন্যবাদ জামুড়িয়া থানার পুলিশ ও কেন্দা ফাঁড়ির পুলিশ কে।
PREV
জুয়ার ঠেকের বিরোধিতা করার বেধড়ক মারধর এক ব্যক্তিকে, অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতি ও তার ছেলের বিরুদ্ধে