পশ্চিম বর্ধামান জেলার একমাত্র আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পেলেন শিক্ষারত্ন সম্মান

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ৩০ আগষ্টঃ-

শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন দক্ষিনবঙ্গের একাধিক জেলার শিক্ষক-শিক্ষিকারা। যার মধ্যে উঠে এসেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার হুড়মাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যাল্যের প্রধান শিক্ষক উত্তম কুমার মাজির নাম। উত্তম কুমার মাজিকে চলতি বছর শিক্ষারত্ন সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের কমিশনারের তরফে মেল করে একথা জানানো হয়েছে। তিনি শিক্ষারত্ন সম্মান পাওয়ায় খুশির হাওয়া জামুড়িয়া শহর তথা আসানসোল শিক্ষা মহলে। ৫ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন আসানসোলে একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের তরফে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতিবছর রাজ্য সরকার শিক্ষারত্ন পুরস্কার দিয়ে থাকে।
শিক্ষক উত্তম কুমার মাজি বলেন, এই সম্মান তালিকায় নাম উঠার জন্য আমি জামুড়িয়াবাসী হয়ে নিজেকে খুবই গর্বিত বোধ করছি। তিনি বলেন জামুড়িয়ার হুড়মাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে ১৪ বছর ধরে শিক্ষকতা করছি। এই স্কুলে প্রথমে যখন জয়েনিং করে তখন কিছুই ছিল না। পরে আস্তে আস্তে বাথরুম, জল, লাইট ব্যবস্থা, কম্পিউটার ও পাঠ পাঠদানের সুস্থ্য পরিবেশ তৈরী করি। তিনি বলেন ২০১৪ সালে বিদ্যালয়ের একজন ছাত্র রাজ্যস্তরের স্পোর্টসে ১০০ মিটার দৌড় প্রতিযোগায় দ্বিতীয় স্থান অধিকার করে। বিদ্যালয়ের নিজস্ব স্পোর্টস ড্রেস আছে। ২০১৫ সালে নির্মল বিদ্যালয় পুরস্কার পাই। এর জন্য আমাকে এসআই স্যার, ছাত্রছাত্রীদের অভিভাবক, জামুড়িয়া থানার পুলিশ ও আসানসোল কর্পোরেশন আমাকে যথাযত ভাবে সাহায্য করেছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন প্রথমেই এই অ্যাওয়ার্ড সমর্পন করছি আমার স্কুলের ছাত্র ছাত্রীদের, আমার বাবা মা কে, আমার সকল শিক্ষক শিক্ষিকা দের কে এবং সমস্ত জামুড়িয়া বাসীকে।
জামুড়িয়ার এসআই অরিজিৎ মণ্ডল বলেন, পচিম বর্ধমানের একমাত্র আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উত্তম কুমার মাজিকে চলতি বছর শিক্ষারত্ন সম্মান দেওয়া হবে। তিনি বলেন জামুড়িয়া ১ নং চক্রের তথা গোটা জামুড়িয়া গর্বিত এই সম্মান পাওয়ার জন্য। আগামী ৫ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন আসানসোলে জেলাশাসকের অফিসে রাজ্য সরকারের তরফে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *