জুয়ার ঠেকের বিরোধিতা করার জন্য এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের ডোবরানা অঞ্চল সভাপতি মহেশ পাসওয়ান ও তার ছেলের রকি পাসওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া বিধানসভার ডোবরানা পঞ্চায়েতের খাস কেন্দার ৬ নম্বর ধাওড়া পাড়ার। আক্রান্ত ব্যক্তির নাম কুরেন সিং। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন অঞ্চল সভাপতি মহেশ পাসওয়ান।
কুরেন সিংএর অভিযোগ বেশ কিছুদিন থেকে জামুড়িয়া বিধানসভার ডোবরানা পঞ্চায়েতের খাস কেন্দা ৬ নম্বর ধাওড়া পাড়ায় অবৈদ মদ ও জুয়ার ঠেক চালাছে অঞ্চল সভাপতি মহেশ পাসওয়ান ও তার ছেলের রকি পাসওয়ান। এর প্রতিবাদ করায় বাবা ছেলে মিলে আমার উপর হামলা চালায়। তারা রড লাঠি দিয়ে বে্ধড়ক মারধর করে বলে অভিযোগ। তিনি জানান স্থানীয়রা আমাকে বাঁচায়। হামলা চালানোর ফলে আমার মাথায় গুরুত্ব আঘাত লাগে। স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এই বিষয়ে জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে তৃণমূল নেতা মহেশ পাসওয়ান জানান এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন আমার এক ৮-৯ সালের নাতনি কে মারধর করেছে। যেখানে বাচ্চার উপরে তার হাত তোলা উচিৎ ছিলনা, তাকে বুঝানো দরকার ছিল। তিনি বলেন আমাদের উপর মারধরের যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা।
পুলিশ অভিযোগ পাওয়ার ভিত্তিতে এক জনকে গ্রেফতার করেছে।
PREV
পশ্চিম বর্ধামান জেলার একমাত্র আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পেলেন শিক্ষারত্ন সম্মান