জামুড়িয়ায় বিজেপি ডাকা বনধ কে ঘিরে উত্তেজনা ছড়ায়

স্পষ্ট বার্তা,  জামুড়িয়া ২৮ আগষ্টঃ-

বিজেপির ডাকা বনধ কে ঘিরে ব্যপক উত্তেজনা ছড়ায় জামুড়িয়া পেট্রোল পাম্পের সামনে। গতকাল যে নবান্ন অভিযান ডাক দেওয়া হয়েছিল সেই নবান্ন অভিযানে পুলিশের দ্বারা লাঠিচার্জ এবং জল কামান ছড়ানোর অভিযোগ উঠে। ঘটনার পরেই বিজেপির পক্ষ থেকে বুধবার রাজ্য জুড়ে ১২ ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছিল সেই মত বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ জামুড়িয়া পেট্রোল পাম্পের সামনে বনধ কে সফল করার জন্য জোড় হয় বিজেপি সর্মথকেরা। অন্যদিনে বনধ কে অসফল করার জন্য মাঠে নেমে পড়ে তৃনমুল কংগ্রেসের সর্মথকেরা। এর পরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় । খবর পেয়ে জামুড়ি য়া থানার বিশাল পুলিশ বাহিনীর ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশ সূত্রে খবর অনুযায়ী বিজেপি নেতা সন্তোষ সিং সহ চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে এখন বাজার সচল রয়েছে এবং পুরো বাজার এলাকায় পুলিশের নজরদারিও রয়েছে !
অন্যদিকে জামুড়িয়ার বোগড়া চটি ও জেকে নগর মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি সর্মথকেরা। পুলিশ তাদের জোর করে হাটিয়ে দেয়। জামুড়িয়া বাজারে মোটামুটি ভাবেই দোকান পাট খোলাই আছে।
এই বিষয় নিয়ে বিজেপি নেতা অনিরুদ্ধ পাসোয়ান বলেন গতকাল নবান্ন অভিযানে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে তারই প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বুধবার বন্ধ ডাকা হয়েছিল। সেই মত জামুড়িয়া সিনেমা মোড়ে বিজেপি নেতা কর্মীরা জোড়ো হচ্ছিল , সি সময়ই তৃণমূলের গুন্ডাবাহিনী এসে আমাদের উপর আক্রমণ করে এবং সেটি পুলিশের সামনে । পুলিশ সেখানে নীরব দর্শকের ভুলিকা পালন করে , এছাড়াও আমাদের বেশ কয়েকজন বিজেপি কর নেতা কর্মীদের পুলিশ আটক করে।
এই বিষয়ে জামুড়িয়া বোরো ১এর চেয়ারম্যান শেখ সান্দার বলেন গতকাল নবান্ন অভিযানে ছাত্রদের নাম করে বিজেপি ,আরএসএস ও সিপিএম যেভাবে তান্ডব চালিয়েছে। পুলিশের কড়া ব্যবস্থা থাকার জন্যই সেই অভিযান বানচাল হয়েছে। যেহেতু কালকের অভিযান বানচাল হয়েছিল তারই কারণে বিজেপি আজ ১২ ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল। তিনি বলেন জামুড়িয়ায় সিপিএম বা বিজেপির পায়ের তলায় মাটি সরে গিয়েছে। ,জামুড়িয়া এলাকা মানুষ ও বুঝে গিয়েছে যে বনধে কোন লাভ নেই তাই তারা স্বতঃস্ফূর্তভাবে দোকানদারির খুলছে। তিনি বলেন কোনো মোকাবেলার জন্য প্রশাসন ও সোজাগ রয়েছে!

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *