গতকাল রাতে জামুড়িয়া আখলপুর মোড়ে পুলিশের নাকা চেকিং এর সময় চুরির বাইক পাচারের উদ্যেশে নিয়ে যাওয়ার সময় এক ব্যাক্তি ধরা পড়ল জামুড়িয়া থানার পুলিশের হাতে। ধৃতের নাম নাওয়াজ হায়দার, পুরুলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে গতকাল রাতে জামুড়িয়া থানার এসআই শীর্ষেন্দু দাসের নেতৃত্বে জামুড়িয়া আখলপুর মোড়ে নাকা চিকিং চলছিল। বিকেল ৪টা ৫মিনিট নাগাদ একটি কালো রঙের হোন্ডা শাইন মটর সাইকেল যার রেজিস্ট্রেশন নং-WB 68AF 6534 সহ এক ব্যাক্তিকে দাঁড় করিয়ে গাড়ি বৈধ কাগজ পত্র দেখতে চাওয়া হয়। মোটরসাইকেলের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নি। ওই ব্যাক্তির কথা বার্তায় অসংগত পাওয়ায় তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে
বাঁকুড়া জেলা থেকে এই মোটরসাইকেল চুরি করে ঝাড়খণ্ডে পাচার করার উদ্যেশে নিয়ে যাচ্ছিল। পুলিশ তাকে গ্রেফতার করে। জামুড়িয়া থানার পুলিশ তার বিরুদ্ধে 396/24 Dt- 23.08.2024 U/S- 303(2)/317(2)/61 BNS মামলা দায়ের করেছে। শনিবার ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হয়।