গত ৭ মাস ধরে বেতন বন্ধ চুরুলিয়ার সরসাতলি আইসিএমএল কয়লা খনির ৪৩ জন ঠিকা সুরক্ষাকর্মীর।
শনিবার এই সুরক্ষাকর্মীদের বকেয়া বেতনের দাবিতে সিপিএমের কয়লা খনি ঠিকা কর্মী সুরক্ষার পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান হয়।
জানা গিয়েছে ২০০০ সাল থেকে আইসিএমএল কয়লা খনিতে সুরক্ষাকর্মীর কাজে নিযুক্ত রয়েছে ৪৩ জন শ্রমিক। গত ফেব্রুয়ারী মাস থেকে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়। যার জেরে পরিবারে চরম অনটনের সৃষ্টি হয়েছে। শনিবার বকেয়া বেতনের দাবিতে বাম সংগঠনের সাথেই সুরক্ষাকর্মীদের পরিবারের লোকজনেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।
বাম সংগঠনের নেতা মনোজ দত্ত বলেন, ২০০০ সাল থেকে আইসিএমএল কয়লা খনিতে ৪৩ জন সুরক্ষাকর্মী কাজ করে আসছে। গত ফেব্রুয়ারী মাস থেকে তাদের বেতন বন্ধ করে দেয় খনি কর্তৃপক্ষ। এর জেরে তাদের পরিবারের বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তিনি জানান বকেয়া বেতনের জন্য খনি কর্তৃপক্ষের কাছে বার বার জানিয়েও লাভ হয় নি, বাধ্য হয়ে পথ অবরোধ করতে হল। তিনি বলেন থানার পুলিশ আশ্বাস দেন যে বিডিও সাহেব ও কোলিয়ারির কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলে সমাধানের ব্যবস্থা করা হবে। এই আশ্বাস পেয়ে আজকের মত এই বিক্ষোভ কর্মসূচি স্থগিত করলাম। না হলে লাগাতার বিক্ষোভ প্রর্দশন করব বলে তিনি জানান ।
PREV
সিংহারন নদী ও অজয় নদীর পাড় দখল মুক্ত করার দাবিতে বিডিও অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ বিজেপির