জল সমস্যা সমাধানের জন্য ১৬ লক্ষ টাকা ব্যয়ে পাইল লাইন বসানোর কাজ শুরু করেছে কর্পোরেশন,  বর্ষার সময় কাজ না করার দাবি স্থানীয়দের

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ৬ আগষ্টঃ-

আসানসোল নগর নিগমের পক্ষ থেকে ইকড়া, রামচন্দ্রপুর, সার্থকপুর বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যার সমাধানের জন্য ১৬ লাখ টাকা ব্যয়ে পাইপ লাইনের কাজ শুরু  হয়েছে। বর্ষাকালে রাস্তার মাঝ বরাবর রাস্তা কেটে পাইপ লাইন বসানোর কে কর্পোরেশনের হাস্যকর পদক্ষেপ বলে দাবি করেন ইকড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় সমাজকর্মী বুদ্ধদেব রজাক।
বুদ্ধদেব বাবু বলেন, এলাকায় উন্নয়ন হোক তাতে কোনো বাধা নেই, কিন্তু বর্ষায় এই কাজ সম্পূর্ণ যুক্তিহীন। তিনি জানান ইকড়া স্টেশন থেকে ইকড়া শ্মশান পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই রাস্তা দিয়ে ইকড়া, রামচন্দ্রপুর, সার্থকপুরের লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তার মেরামত, রাস্তায় লাইট, রাস্তার দুপাশে ড্রেনের দাবিতে বার বার আন্দোলন করে আসছে স্থানীয়ারা। সেই সমাধানের কথা চিন্তা না করেই, সেই রাস্তার মাঝ বরাবর কেটে পাইপ লাগানোর কাজ শুরু হয়েছে। রাস্তা দিয়ে কারখানার বড় বড় গাড়ি যাওয়া আসা করে। এই রাস্তা কেটে পাইপ বসানোর পরে মাটি আলগা থাকে যাওয়ার কারনে বড় দুর্ঘটার কবলে পড়তে পারে গাড়ির চালকেরা বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি বলেন এই কাজটি বর্ষার পরে শুরু করা উচিৎ ছিল।

এ বিষয়ে কর্পোরেশনের বরো-১ এর চেয়ারম্যান শেখ সান্দার বলেন, এই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। পানীয় জলের সমাধানের জন্যেই আসানসোল নগর নিগমের পক্ষ ১৬ লাখ টাকা ব্যয়ে পাইপ লাইন বসানোর কাজ শুরু করা হয়েছে। তিনি জানান পাইপ লাইন বসানোর কাজ হয়ে যাওয়ার পরেই রাস্তা মেরামতের কাজ করা হবে। কর্পোরেশনের ইঞ্জিয়ার অর্ঘ ব্যানার্জী জানান, রাস্তা মেরামতের জন্য স্থানীয় কারখানার প্রবন্ধের সাথে কথা বলা হচ্ছে এবং দ্রুতই মেরামতের কাজ করা হবে।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *