
সিংহারন নদী বাঁচানোর জন্যে আমরা বড় আন্দোলনে যেতে রাজি আছি- জীতেন্দ্র তেওয়ারি
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ৫ আগষ্টঃ-
জামুড়িয়ার লাইফলাইন সিংহরান নদীকে দখলমুক্ত করার দাবিতে দুই দিন আগে স্থানীয় ইকড়া গ্রামের বাসিন্দারা আশপাশের কারখানায় বিক্ষোভ করে নদীটিকে পরিষ্কারের পাশাপাশি দখলমুক্ত করার দাবি জানান। সোমবার, বিজেপি নেতা তথা আসানসোল কর্পোরেশনের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি তার সুরক্ষার দাবিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন।
তিনি বলেন, এক বছর আগে সিংহরণ নদী বাঁচানোর লড়াই শুরু করেছিল বিজেপি এখন এই লড়াইয়ে সামিল হয়েছে এবং ইকড়া গ্রামের মানুষ এই নদীকে বাঁচাতে কারখানার সামনে বিক্ষোভ করেছে।
তিনি বলেন, কিছু কারখানা তাদের ব্যক্তিগত স্বার্থে এই নদীর গতি পথকে বেঁধে ফেলার পাশাপাশি তাদের কারখানার ভিতরে করে নিয়েছে। নদীকে দখলমুক্ত করা জন্য বিজেপি জামুড়িয়ার বিডিও ও জেলাশাসকের কাছে স্মারক লিপিও দেওয়া হয়েছে। কিন্তু শাসক দলের নির্দেশে প্রশাসন নীরব, যার কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। তিনি বলেন সিংহরান নদী বাঁচাতে গ্রামবাসীদের আন্দোলন একেবারেই ঠিক, যাকে বিজেপি পূর্ণ সমর্থন করে। আসানসোলে নদী মানুষের জীবন কেড়ে নিচ্ছে, অন্যদিকে জামুড়িয়ার কারখানার মালিকরা নদী কেড়ে নিচ্ছে। তিনি বলেন প্রকৃতি যেমন আমাদের রক্ষা করে ঠিক প্রকৃতিকেও আমাদের রক্ষা করার দায়িত্ব রয়েছে। তিনি বলেন, কোনো ভাবেই কিছু মানুষের স্বার্থে প্রকৃতিকে নষ্ট করতে দেবনা। নদী বাঁচিয়ে রাখার জন্য গ্রামবাসীদের যে লড়াই চলছে তা বিজেপি পুরোপুরি সমর্থন করে এবং এর জন্য বড় আন্দোলনে যেতেও রাজি আছি।