পানীয় জল, বেহাল রাস্তা মেরামত ও নিকাশি ব্যবস্থার দাবিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের

স্পষ্ট বার্তা, রানীগঞ্জ ৫ আগষ্ট :-

রানীগঞ্জ থানার অন্তগত ৩৫ নম্বর ওয়ার্ডের রনাই বুম্বা কলোনির বাসিন্দারা রবিবার পানীয় জল, রাস্তা মেরামত ও নিকাশি ব্যবস্থার দাবিতে তৃণমূলের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা জানায় ২০১৬ সাল থেকে এলাকার মানুষ বেহাল রাস্তার মেরামত সঠিক পানীয় জল ও নিকাশি ব্যবস্থার জন্য বারবার এলাকায় কাউন্সিলর ও বোরো চেয়ারম্যানের কাছে বিষয়টি জানানোর সত্ত্বেও কোন লাভ হয়নি। বিক্ষোভ করে জানান এখানে রাস্তায় অবস্থা এতটাই খারাপ যে ভক্তরা মসজিদে যেতে পারে না। মসজিদে যেতে হলে ড্রেনের জলের উপর দিয়ে যেতে হয়। তারা জানান এই সমস্যা দশ বছর ধরে এলাকার মানুষ বহন করে আসছে। রাস্তা, নিকাশি ব্যবস্থা ও পানীয় জলের দাবিতে ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন দেখায়।

৩৫ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আকিরা খাতুন জানান বুম্বা কলোনি সরকারি কলোনি। এই কলোনি ছাড়াও আরো দুটি জায়গায় রাস্তার কাজ হবে। টেন্ডার খুব তাড়াতাড়ি বের হবে। তিনি বলেন, ড্রেনের জন্য সরকারি জমি চাই। কিছু অংশে মালিকানা জমি রয়েছে। জমির মালিকরা সেই জমির উপর ড্রেন করতে দিতে রাজি না থাকায় নিকাশি ব্যবস্থার কাজ আটকে রয়েছে। তিনি পানীয় জলের বিষয়ে বলেন, যে এখানে জলের যে কল রয়েছে তা পর্যাপ্ত নয়। এ বিষয়ে আমরা উচ্চ নেতৃত্বে কাছে জানিয়েছি। খুব তাড়াতাড়ির মধ্যে সমস্যার সমাধান হবে।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *