স্মার্ট মিটার বাতিল সহ বিভিন্ন দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি বামেদের

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ৩০জুলাইঃ-

স্মার্ট মিটার বাতিল, বিদ্যুতের সরবরাহ ব্যবস্থায় ঘাটতি ও অত্যধিক বিদ্যুৎ বিলের বিরুদ্ধে প্রতিবাদে মঙ্গলবার জামুড়িয়া বিদ্যুৎ সরবরাহ দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ছিল পশ্চিম বর্ধমান জেলার CPI(M) জেলা কমিটির অন্তর্গত জামুড়িয়া অজয় ইষ্ট ও অজয় ওয়েষ্ট এরিয়া কমিটির।

এই কর্মীসূচীতে মুলত দাবি রাখা হয়েছিল অবিলম্বে স্মার্ট মিটার সংযোগের পরিকল্পনা বাতিল করতে হবে। স্মার্ট মিটার সংযোগের নামে বেসরকারী সংস্থার হাতে বিদ্যুৎ পরিষেবা তুলে দেওয়া চলবে না। বিদ্যুৎ ব্যবস্থার সমস্ত সরকারি পরিকাঠামো ব্যবহার করে বেসরকারী সংস্থার মুনাফার সুযোগ বন্ধ করতে হবে। আর্থিক ভাবে দুর্বল মানুষদের বা পরিবারদের জন্য বিদ্যুৎ মাসুলের ভর্তুকির ব্যবস্থা করতে হবে। লোডসেডিং যাতে না হয় তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে সহ আরও অনেক দাবি।

এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন মনোজ দত্ত, সঞ্জয় চ্যাটার্জী, তাপস কবি, কলিমউদ্দিন আনসারি, হারাধন গোপ ও উজ্জ্বল চ্যাটার্জী সহ আরও অনেকেই।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *